লন্ডন : রবিবারই লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এবারের লন্ডন সফর বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী ২৭ মার্চ, বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলগ কলেজে ভাষণ দেবেন তিনি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণ শুনতে ওইদিন অক্সফোর্ডে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাংলার অন্যতম বিশিষ্ট শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।(Sourav Ganguly)
Read More: দিল্লিতে বিচারপতির বাড়ি থেকে উদ্ধার টাকা, ‘কী করুণ দশা’! কটাক্ষ অভিষেকের
চারদিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার লন্ডন পৌঁছন তিনি। বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন সফরে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও রয়েছেন WBTC-এর অফিসাররা। পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় মমতার সফরসঙ্গী।

বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর ভাষণের মূল বিষয় সামাজিক উন্নয়ন। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের কথাই শুনতে চায় অক্সফোর্ডের পড়ুয়ারা। ‘দিদি’র অন্যতম স্নেহধন্য মানুষ ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।(Sourav Ganguly)সম্প্রতি বাংলার শিল্প মহলে যোগ হয়েছে তাঁর নাম। বাংলার একাধিক এলাকায় কারখানা তৈরি করে কর্মসংস্থানে উদ্যোগী হয়েছেন সৌরভ। সেই সূত্রেই মমতার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর। জানা গিয়েছে, জানা যাচ্ছে, বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতের এক প্রতিনিধিদল যাচ্ছেন। সেই দলেই থাকছেন ‘মহারাজ’।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904157399910699453?s=19