আহমেদাবাদ : খোদ প্রধানমন্ত্রীর রাজ্যেই বুলেট ট্রেনের(Bullet Train)নির্মাণ প্রকল্পে ঘটল দুর্ঘটনা। রবিবার আহমেদাবাদে ট্রেন লাইনের উপর ভেঙে পড়ল ধাতুর পাত। বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও, বাতিল করা হয়েছে কমপক্ষে ২৫টি ট্রেন। ফলত দুর্ভোগের কবলে পড়তে হয় যাত্রীদের। তবে ঘটেনি কোনও হতাহতের ঘটনা।
Read More:হিন্দু ভোট টানতে মরিয়া গেরুয়া শিবির! কলকাতায় ‘বিহার দিবস’ পালন বিজেপির
সূত্র জানাচ্ছে, ঘটনার সূত্রপাত রবিবার রাত ১১টা নাগাদ। ওই সময় আহমেদাবাদের ভাটভায় বুলেট ট্রেনের (Bullet Train)নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন শ্রমিকরা।কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছনে টেনে আনা হচ্ছিল। ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সেটি নীচে পড়ে যায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। ট্রেন চলাচল ব্যাহত হয় ভাটভা-আহমেদাবাদ ডাউন-লাইনে।

এদিনের দুর্ঘটনার পর ভাটভা-বোরিভালি এক্সপ্রেস, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল এক্সপ্রেস, ভাদোদরা-ভাটভা ইন্টারসিটি, আহমেদাবাদ-ভালসাদ গুজরাট কুইন, জামনগর-ভাদোদরা ইন্টারসিটি, ভাদনগর-ভালসাদ-ভাদনগর এক্সপ্রেস, ভাটভা-আনন্দ এক্সপ্রেস-সহ প্রায় ২৫টি ট্রেন বাতিল করা হয় রেলের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904120733367955855?s=19