নয়াদিল্লি : এ কেমন ‘আচ্ছে দিন’ ও ‘আত্মনির্ভর’ ভারত! মোদী-জমানায় ক্রমশই বিপন্নতার আঁধারে তলিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি।(Economy )দু-মুঠো অন্নের সংস্থান করতেই মাথার ঘাম পায়ে ফেলছেন বহু মানুষ। বিশ্ব ক্ষুধা তালিকায় ১২৭ দেশের মধ্যে ভারতের স্থান ১০৫! কেন্দ্রীয় সরকার প্রচার করছে, দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ গরিব নাগরিককে নাকি বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে থাকে তারা। অথচ, জনগণের করের টাকায় শুধু গত ৩৬ মাসেই ৩৮ বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আর এই দফায় ২৮টি দেশের সফরে তাঁর খরচ ২৫৮ কোটি টাকারও বেশি।
Read More: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ‘ধর্ম’কে হাতিয়ার করে রণনীতি বিজেপির
উল্লেখযোগ্য বিষয় হল, স্রেফ ‘বিবিধ’ খাতেই প্রধানমন্ত্রীর খরচের অঙ্ক ৭৫ কোটি টাকা!(Economy )বিরোধীদের চাপে শেষমেশ মোদীর সাম্প্রতিককালের বিদেশ ভ্রমণের এই খরচের খতিয়ান প্রকাশ্যে আনতে বাধ্য হল কেন্দ্র। তাতেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। এনডিএ সরকারের বিরুদ্ধে সিংহভাগ ক্ষেত্রেই তথ্য গোপন করার অভিযোগ তোলে বিরোধীরা। কটাক্ষ করে বলে, এনডিএ কথার অর্থ, ‘নো ডেটা অ্যাভেলেবল’! অর্থাৎ সরকার কোনও তথ্যই দিতে চায় না। তবে এবার বিরোধীদের চাপে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত খরচপাতির নথি সামনে আনতেই হল। আর তাতেই চক্ষু চড়কগাছ প্রত্যেকের!

বিগত তিন বছরে ২৮টি দেশ ঘুরে মোদি খরচ করেছেন ২৫৮ কোটি টাকা ৯৭ লক্ষ ৮ হাজার ৪ টাকা। খরচ হয়েছে প্রধানমন্ত্রীর তারকাখচিত হোটেলে থাকা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা খাতের পাশাপাশি কোনও কোনও জায়গায় অনুষ্ঠান করার জন্য হলভাড়াতেও। সেই টাকা জুগিয়েছে কেন্দ্রীয় সরকারি কোষাগার। অর্থাৎ, আম জনতার কর। নির্দিষ্ট কোনও খাতের বাইরে স্রেফ বিবিধ (মিসলেনিয়াস) বিষয়েই মোট খরচ হয়েছে ৭৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার ৭২৬ টাকা। ২০২২-২৪, গত তিন বছরে ৩৮ বার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রীর শুধুমাত্র থাকার খরচ ১০০ কোটি ২২ লক্ষ ২২ হাজার ৭২৬ টাকা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903511806460805482?s=19
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারি কাজে নরেন্দ্র মোদীর বিদেশভ্রমণ রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে থেকেছে। ইদানীং কম বিদেশ সফর করলেও আগে তো তিনি দেশের চেয়ে বাইরেই বেশি সময় কাটান বলে বিরোধীরা সংসদে সরব হতো। তবুও গত তিন বছরে কবে, কোথায় গিয়েছেন মোদী, জানতে চেয়েছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা জানিয়েছেন উল্লিখিত তথ্য। গত তিন বছরে নরেন্দ্র মোদীর দু’বার আমেরিকা যেতে খরচ হয়েছে ৩৮ কোটি ২৩ লক্ষ ৪৪ হাজার ৮৫৭ টাকা। ২০২৩ সালের জুন এবং চব্বিশের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। একইভাবে জার্মানি, ফ্রান্স এবং রাশিয়াও গিয়েছেন দু’বার করে। ইউক্রেন একবার। এছাড়া ইতালি, পোল্যান্ড, নেপাল, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া, মিশর, গ্রিস, ব্রাজিলের মতো ২৮টি দেশ ভ্রমণ করেছেন মোদী। যেখানে ভারতে এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের জ্বালায় আমজনতার শিরে-সংক্রান্তি, সেখানে ২৫৮ কোটি টাকায় কী কী হতে পারত? প্রশ্ন উঠেছে এমনই।