কলকাতা : শনিবার থেকেই শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত আইপিএল। ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। আর শুক্রবার টিকিট ব্ল্যাকের(IPL Ticket Black)অভিযোগে তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযোগ, কম দামের টিকিট অনেক বেশি দামে বিক্রি করছিলেন তাঁরা। একসঙ্গে অনেক টিকিট নিজেদের কাছে জমা করেছেন অভিযুক্তেরা। তার পর সেই টিকিট চড়া দামে বিক্রি করা হচ্ছে। গিরিশ পার্ক থানা এবং নিউ মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই তিন জনকে।
Read More: কেন্দ্রের চা-বাগানেই প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা! ঋতব্রতর প্রশ্নে স্বীকারোক্তি মোদী সরকারের
ইতিমধ্যেই কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন পীযূষ মহেন্দ্র, কমল হোসেন এবং শাহবাজ খান। তাঁদের কাছ থেকে শনিবারের ম্যাচের একগুচ্ছ টিকিট, নগদ টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গিরিশ পার্ক থানায় টিকিট ব্ল্যাকের(IPL Ticket Black)অভিযোগ প্রথম দায়ের করেছিলেন ধীরাজ মালি নামের এক যুবক। তিনি জানান, আশিস শর্মা নামের এক ব্যক্তির সমাজমাধ্যমের পোস্ট দেখে আইপিএলের টিকিট কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তাঁর কথা অনুযায়ী, গিরিশ পার্ক এলাকায় যান ধীরাজ। সেখানে পীযূষের সঙ্গে তাঁর দেখা হয়। ২০ হাজার টাকা দেওয়ার পর পীযূষ তাঁকে একটি খাম দেন। তার ভিতরে মোট চারটি টিকিট ছিল বলে পুলিশকে জানিয়েছেন ধীরাজ। চারটি টিকিটের মধ্যে দু’টি টিকিটের দাম দু’হাজার টাকা। বাকি দু’টি টিকিট বিনামূল্যে প্রাপ্ত (কমপ্লিমেন্টারি)। ধীরাজ বুঝতে পারেন, তাঁকে ঠকানো হয়েছে। অভিযোগ, যাঁর সঙ্গে যোগাযোগ করে টিকিট কিনতে এসেছিলেন তিনি, সেই আশিসকে আর ফোনে পাওয়া যায়নি। এর পর গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধীরাজ। শুক্রবার গভীর রাতে মিত্র লেন থেকে পীযূষ এবং তাঁর সহকারী কমলকে গ্রেফতার করে পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903419881238011952?s=19
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ২১টি টিকিট, দু’টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ৬০০ টাকা। টিকিট ব্ল্যাক নিয়ে আরও একটি অভিযোগ দায়ের হয়েছিল নিউ মার্কেট থানায়। তার ভিত্তিতেও পদক্ষেপ নেওয়া হয়। নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহবাজকে। তাঁর কাছ থেকে শনিবারের ম্যাচের ছ’টি টিকিট উদ্ধার করেছে পুলিশ।