প্রতিবেদন : শুক্রবার ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের(Fifa World Cup Qualifier)ম্যাচে কলম্বিয়াকে হারাল ব্রাজিল। ম্যাচের ফল ২-১। সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ম্যাচটি জেতা ভীষণ জরুরি ছিল সেলেকাওদের কাছে। ম্যাচের শেষ লগ্নে ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য গোলে এল জয়।
Read More: গরিবদের জন্য পদক্ষেপ! কল্যাণী এইমসের চড়া বিল দেখে প্রশ্নের মুখে মোদীর প্রচার
এদিন বিআরবি গ্যারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল।(Fifa World Cup Qualifier)বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করেন কলম্বিয়ার ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রাফিনহা। চলতি মরসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এরপর ৪১ মিনিটে ম্যাচে সমতা আনে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে গোল করে কলম্বিয়াকে স্বস্তি এনে দেন লুইস দিয়াজ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903043056590524738?s=19
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি হলেও কোনও দলই গোল করতে পারেননি। ড্র-এর দিকে গড়াচ্ছিল ম্যাচ। রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও ১০ মিনিট। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে অসামান্য শটে বল কলম্বিয়ার জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। সেই গোলই নিশ্চিত করে ব্রাজিলের জয়। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া নেমে গেল ৬ এ। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে তারা। সেই ‘সুপার ক্লাসিকো’ নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত ফুটবলমহল।