এলাহাবাদ : বিজেপিশাসিত উত্তরপ্রদেশে আরও একবার প্রকাশ্যে এসেছে নারীসুরক্ষার(Women Safety)দুর্বিষহ চিত্র। যোগীরাজ্যের কাশগঞ্জে যৌন নির্যাতনের শিকার হয়েছে ১১ বছরের এক নাবালিকা। আর সেই মামলার পর্যবেক্ষণে অদ্ভুত মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। যা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে বিতর্ক। আদালতের পর্যবেক্ষণ, স্তন খামচে ধরা এবং পাজামার দড়ি খুলে ফেলা ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টার মধ্যে পড়ে না!
Read More: চক্রান্তের ওষুধ ‘মানুষের জবাব’, বিরোধীদের কুৎসার বিরুদ্ধে কড়া দাওয়াই মমতার
জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের। দুই অভিযুক্ত আকাশ এবং পবন। অভিযোগ, তারা নাবালিকাকে (Women Safety)বাইকে চড়ানোর নাম করে রাস্তায় কালভার্টের কাছে টানতে টানতে নিয়ে যায়। এরপর স্তন খামচে ধরে এবং পাজামার দড়ি খুলে ফেলে। নাবালিকার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তখনই ছুটে পালিয়ে যায় আকাশ ও পবন।

এরপর কাশগঞ্জ নিম্ন আদালতের নির্দেশে দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো ধারায় মামলা হয়েছিল। যদিও এলাহাবাদ হাই কোর্ট তা বাতিল করেছে। বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রার বেঞ্চের নির্দেশে ৩৫৪-বি ধারায় পোশাক খুলে ফেলার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ এবং ৯/১০ পকসো ধারায় তীব্র যৌন নির্যাতনের মামলা দায়ের দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণকে কেন্দ্র করে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
Read More: https://x.com/ekhonkhobor18/status/1902682210261741618?s=19