কলকাতা: একদিকে মোদী সরকারের বক্তব্য যে তারা সরকারে আসার পর ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি(ED )দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে। কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইডি। তবে বারবার বিরোধীদের বলতে শোনা গিয়েছে মোদী সরকার তার অস্ত্র হিসেবে এই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইডিকে হাতিয়ার করে বিরোধীদের দমন করার চেষ্টা করেছে। এবার সেই ইডির সাফল্য কতখানি! তা নিয়েই তথ্য প্রকাশ্যে আসতে জল্পনা তুঙ্গে উঠেছে।
Read More: অতিরিক্ত কাজের ভাতা বন্ধ! ক্ষুব্ধ মেট্রোরেল কর্মীরা
প্রায় ২০০ মামলা কিন্তু মাত্র ২টি মামলায় দোষী সাব্যস্ত। এহেন তথ্যই প্রকাশ করল খোদ কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সংসদে জানাল, ২০১৫ থেকে ২০২৫, এই ১০ বছরে বর্তমান বা প্রাক্তন সাংসদ, বিধায়ক বা কোনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে ১৯৩টি মামলা দায়ের হয়েছে। কিন্তু তার মধ্যে মাত্র ২টি মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে ইডি।(ED)

অর্থ মন্ত্রক জানিয়েছে, দশ বছরে রাজনীতিকদের বিরুদ্ধে ১৯৩টি মামলা হলেও কোন রাজ্যের কোন রাজনৈতিক দলের নেতানেত্রীদের বিরুদ্ধে ইডি কত মামলা দায়ের করেছে, সেই তথ্য নেই। পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে ২০২২-২৩-এ, ৩২টি। ২০১৬-১৬ ও ২০১৯-২০-তে একটি করে মামলায় ইডি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই আদতে ইডির তৎপরতা কী বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত মাত্র? সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902672487227552065?s=19