নয়াদিল্লি : কার্যত সমার্থক হয়ে গিয়েছে এবারের মহাকুম্ভ(Mahakumbha )ও মৃত্যুমিছিল। উত্তরপ্রদেশে কুম্ভমেলার চলাকালীন চরম বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল অগণিত পুণ্যার্থীর। এই ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে গাফিলতির পাশাপাশি অভিযোগ ওঠে মৃতের তথ্য লুকোনোরও! মঙ্গলবার সেই প্রসঙ্গই উঠে এল সংসদ অধিবেশনে। কেন্দ্রকে প্রশ্ন করা হল, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে? উত্তরে মোদী সরকার সাফ জানিয়ে দিল, এই বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই!
Read More: গরম থেকে স্বস্তি, কালবৈশাখীর সম্ভাবনা! কী জানাল হাওয়া অফিস
এদিন সংসদে কেন্দ্রের কাছে লিখিত প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল ও কে নামদেও। তাঁরা জানতে চান, মহাকুম্ভে(Mahakumbha )চলাকালীন পদপিষ্ট হয়ে ঠিক জনের প্রাণহানি হয়েছে? আহত হয়েছেন কতজন? এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেন্দ্র সরকার ঠিক কী কী পদক্ষেপ নিয়েছেন? এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “ধর্মীয় অনুষ্ঠান আয়োজন, ভিড় ব্যবস্থাপনা, ভক্তদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা এবং কোনও রকম দুর্যোগ মোকাবিলা পুরোপুরি সংশ্লিষ্ট রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। কোনও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে তাঁর তদন্ত, মৃত ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি রাজ্যসরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। এই বিষয়ে কেন্দ্র কোনও রকম তথ্য সংরক্ষণ করে না। ফলে কেন্দ্রের কাছে এমন কোনও তথ্য নেই।”

স্বাভাবিকভাবেই এমন উত্তরে যারপরনাই অবাক হন বিরোধীরা। ইতিমধ্যেই এ নিয়ে দেশজুড়ে বইছে বিতর্কের ঝড়। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল। কুম্ভ নিয়ে আত্মপ্রশস্তির ঢাক পেটাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! নিজের ভাষণে কুম্ভের ‘সাফল্য’ নিয়ে ভুরি ভুরি প্রশংসা করলেও প্রয়াগরাজে মৃতদের কথা একটি বারও শোনা যায়নি তাঁর মুখে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902316233653207370?s=19