নয়াদিল্লি : কেবলই আত্মপ্রশস্তি ও বাগাড়ম্বর। মঙ্গলবার সংসদে মহাকুম্ভের(Mahakumbha )বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে ধরা পড়ল তেমনটাই। কুম্ভমেলার সাফল্যের কথা সাড়ম্বরে তুলে ধরলেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ।
Read More:অবিলম্বেই নতুন করে ওবিসি সমীক্ষা, রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের
এদিন সংসদে মহাকুম্ভের(Mahakumbha )আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মহাকুম্ভের সাফল্য ব্যাখ্যা করেন মোদী। যাঁদের জন্য মহাকুম্ভের মতো বিরাট আয়োজন সফল হয়েছে সেই সকল কর্মী, পুণ্যার্থী ও উত্তরপ্রদেশের জনতাকে ধন্যবাদ জানান তিনি।

এতকিছু বললেও নিজের ভাষণে প্রয়াগরাজে মৃতদের কথা একটি বারও উল্লেখ করলেন না প্রধানমন্ত্রী। প্রশাসনিক গাফিলতির জেরে প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। শুধু তাই নয়, মর্মান্তিক ঘটনা এই ঘটনা ধামাচাপা দিতে যথাসাধ্য চেষ্টা করেছে যোগী আদিত্যনাথের সরকার। মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। অভিযোগ উঠেছে লাশ পাচারেরও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902016380238434744?s=19
সেইসময় এই মৃত্যুমিছিল নিয়ে শোকপ্রকাশ করলেও এবার সংসদে কুম্ভের সাফল্য ব্যাখ্যায় একবারও সেই প্রসঙ্গ এল না মোদীর ভাষণে। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।