ওয়াশিংটন: টানা ৯ মাস মহাকাশে দিনযাপনের পরে অবশেষে পৃথিবীতে পা দিতে চলেছেন দুই নভোচর সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর। নাসা সূত্রে খবর, ভারতীয় সময় মঙ্গলবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের জলভাগেই অবতরণ করবে তাঁদের রকেট।(Musks Rocket)এলন মাস্কের পাঠানো স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু নাইনে টানা ১৭ ঘণ্টার যাত্রাপথ সেরে পৃথিবীতে আসবেন সুনীতারা। ইতিমধ্যেই মাস্কের ওই সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই নিরাপদে দুই নভোচরকে পৃথিবীতে পৌঁছে দেবে তাদের রকেট।
Read More: রূপনারায়ণে ইলিশের সংরক্ষণ বাড়াতে নয়া ব্যবস্থা রাজ্যের
নাসার সময় সরণী অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা ১১ নাগাদ (ভারতীয় সময় রাত ২ টো ৪১) পৃথিবীর কক্ষপথে ঢুকে আবর্তন শুরু করার কথা সুনীতাদের রকেট।(Musks Rocket )এরপর রাত প্রায় ৯.৫৭ (ভারতীয় সময় রাত ৩.২৭) ফ্লোরিডার উপকূলে জলভাগে ধীরে ধীরে নামবে ফ্যালকন নাইন ক্যাপসুল। সব ঠিক থাকলে সময় ধরে সফলভাবেই রকেট থেকে বেরিয়ে ভূপৃষ্ঠে পা রাখবেন সুনীতা ও বুচ।

প্রসঙ্গত, ৮ দিনের জন্য মহাকাশে পাড়ি দেন সুনীতা উইলিয়মস ও বুচ উইলমোর। ২০২৪ এর জুনে স্টারলাইন নামক মার্কিন সংস্থার রকেটে মহাকাশের উদ্দেশে রওনা দেন তাঁরা। কিন্তু রকেটের যান্ত্রিক ত্রুটির কারণে ৮ দিনে আর ফেরা হয় না পৃথিবীতে। অবশেষে সেই আটদিন থেকে কেটে গেল ৯ মাস। এবার এলন মাস্কের পাঠানো ‘ফ্যালকন নাইন’ রকেটে সুনীতা এবং বুচ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে পাড়ি দিলেন পৃথিবীর পথে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901963071117275350?s=19