প্রতিবেদন : বাকি নেই আর এক সপ্তাহও। আগামী শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(IPL )অষ্টাদশ সংস্করণ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল নাইট শিবির। চোটের জন্য ছিটকে গেলেন পেসার উমরান মালিক। মেগা নিলামে ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল কেকেআর। উমরানের বদলি খেলোয়াড় হিসেবে দলে এলেন চেতন সাকারিয়া।
Read More: অক্সফোর্ডের পর লন্ডনের আরও এক বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ মমতার
সাকারিয়াকে নেট বোলার হিসেবে রেখেছিল কেকেআর। চোটের জন্য উমরান মালিক পুরো আইপিএল(IPL )থেকেই ছিটকে যেতে মূল স্কোয়াডে চলে এলেন তিনি। বর্তমানে উমরান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। কেকেআর আশা করেছিল, এপ্রিলের মাঝামাঝি সময়ে পুরো ফিট হয়ে যাবেন তিনি। আইপিএল খেলার জন্য এনসিএ থেকে ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে ওই সময়ের মধ্যে উমরান আদৌ ফিট হতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই ঝুঁকি নিতে নারাজ কেকেআর টিম ম্যানেজমেন্ট।

উমরান এর আগে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। তবে চোট-সমস্যা বারবার ভুগিয়েছে তাঁকে। জাতীয় দলে সুযোগ পেলেও নিয়মিত হতে পারেননি। গোড়ালিতে চোট পাওয়ায় ঘরোয়া ক্রিকেটেও সেভাবে খেলা হয়নি তাঁর। নিলামে নাইট রাইডার্স দলে নেওয়ায় উত্তেজনায় ফুটছিলেন উমরান। কিন্তু বাধ সাধল সেই চোট। নাইট-জার্সি পরে এবার আর নামা হচ্ছে না তাঁর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901939552790728741?s=19
রবিবার আইপিএলের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, উমরানের পরিবর্ত হিসাবে সাকারিয়াকে দলে নিয়েছে কেকেআর। তিনি কেকেআর টিমের সঙ্গেই রয়েছেন নেট বোলার হিসাবে। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকারিয়া। অন্যদিকে ১৯টি আইপিএল ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন তিনি।