কলকাতা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে(Oxford University)যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই রাম-বামের কুৎসা চরমে উঠেছে। এবার বাম ও পদ্ম শিবিরের সেই মিথ্যাচারের কড়া জবাব দিল তৃণমূল। পাশাপাশি সিপিএমের মুখপত্র গণশক্তিতে ছাপা মমতার অক্সফোর্ড যাত্রা সংক্রান্ত তথ্য যে মিথ্যা ও ভুল তাও ফাঁস করে দিল তৃণমূল।
Read More: ভারতে মেরুকরণের রাজনীতি, বিরোধীদের মতামত দমন করা হচ্ছে! এলন মাস্কের চ্যাটবটের উত্তরে হতবাক নেটিজেনরা
সিপিএমের মুখপত্র গণশক্তিতে একটি খবর ছাপা হয়, যেখানে দাবি করা হয়েছে জনৈক বিশ্বনাথ গোস্বামীর ই-মেলের উত্তরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের(Oxford University)তরফে একটি মেল আসে। সেখানে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড থেকে আমন্ত্রণ জানানোই হয়নি। এই একই মিথ্যাচারের সুর শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901628284976447971?s=19
এরপরই বামেদের কুৎসার বিরুদ্ধে দুটি মারাত্মক প্রশ্ন রেখেছেন কুণাল। তাঁর কথায়, “আমাদের দুটি প্রশ্নের প্রথমটি হল, কবে থেকে আরটিআইয়ের অধীনে এল গ্রেট ব্রিটেন? কারণ, অক্সফোর্ড তো ইংল্যান্ড অর্থাৎ গ্রেট ব্রিটেনের অধীনে। দেশের প্রায় সবাই জানেন, আরটিআই শুধুমাত্র ভারতের নিজস্ব আইন এবং তথ্যের অধিকার বলে এই দেশেই জানা সম্ভব। তাহলে কীভাবে বিশ্বনাথ গোস্বামী গ্রেট ব্রিটেনের তথ্য পেলেন? দ্বিতীয় প্রশ্ন, গণশক্তিতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিস থেকে পাঠানো চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ‘তাঁদের কাছে যেহেতু সব বিভাগের আলাদা আলাদা তথ্য একত্রিতভাবে (কেন্দ্রীয়ভাবে) নেই, তাই কোন বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে সেটা তাঁরা এই মুহূর্তে জানাতে পারছেন না।’ এর মানে কি আদৌ দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিশ্ববিদ্যালয়ের কোনও কলেজ বা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানায়নি?”

এই মর্মে তিনি কটাক্ষ করে বলেন, ‘মনে হচ্ছে বাম জমানায় যখন প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল সেই সময় পড়াশোনা করা সিপিএম নেতাদের কেউ কেউ অক্সফোর্ডের উপাচার্যর চিঠির ইংরেজি বুঝতে না পেরে এমন মিথ্যাচার শুরু করেছেন।’’
উল্লেখ্য, নবান্ন সূত্রে এদিনই জানা গিয়েছে, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ডের কেলগ কলেজের তরফে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণের চিঠি এসেছিল। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এবং রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার জন্য মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করা যায়নি। এবার বাংলায় নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের নানা দিশা তুলে ধরতে মাত্র পাঁচদিনের জন্য লন্ডনে ঝটিকা সফরে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকারও তাঁর সফরের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলায় নারীর ক্ষমতায়ন ও সাফল্য নিয়ে আগামী ২৭ মার্চ বক্তব্য রাখার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২২ মার্চ কলকাতা থেকে রওনা হয়ে লন্ডন যাবেন মুখ্যমন্ত্রী।