কলকাতা: বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি(State President)হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সুকান্ত মজুমদার। তবে শীঘ্রই এই পদে অন্য নাম ঘোষণা হতে চলেছে। কিন্তু এই পদ নিয়ে পদ্ম শিবিরের অন্দরে যে কম টানাপোড়েন চলছে না তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই জেলা সভাপতির নাম নিয়ে দলীয় কোন্দল কার্যত স্পষ্ট বোঝা গিয়েছে৷ এবার রাজ্য সভাপতি কে হবেন! তা নিয়েও কিন্তু চাপানউতোর চলছে৷ এর মধ্যেই রবিবার সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। তার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই দিল্লির উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে এবার জল্পনা তুঙ্গে।
Read More: লক্ষ্য ২৬-এর নির্বাচন, কিষাণ খেতমজুর সংগঠনের সম্মেলনে একাধিক কর্মসূচির ঘোষণা তৃণমূলের
একদিকে শুভেন্দু দাবি করেছেন, সোমবার সন্ধ্যায় সুকান্তর দিল্লির বাড়িতে একটি বৈঠক রয়েছে। তাতে বিজেপি সাংসদরা থাকার কথা। ওই বৈঠকে যোগ দিতে পারেন শুভেন্দু। কিন্তু শুধুমাত্র এই কারণেই কি হঠাৎ দিল্লিযাত্রা? সুকান্তর উত্তরসূরি কে হবেন তা নিয়ে দলের অন্দরের কূটনীতি চর্চায় উঠে আসছে বারবার। এর মধ্যে শুভেন্দুর দিল্লিযাত্রা কী কারণে তা জল্পনা তুঙ্গে উঠেছে।
আবার, রাজ্য বিজেপি সভাপতি(State President)সুকান্ত মজুমদার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, “রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখনও কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে কোনও নির্দেশ আসেনি। উপর থেকে নির্দেশ এলে রাজ্য সভাপতি নির্বাচন শুরু হবে।” সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির একাংশের ব্যাখ্যা, রাজ্য সভাপতি কে হবেন, তা কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করার কথা বলে সুকান্ত বুঝিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ নেতৃত্ব চাইলে ‘এক ব্যক্তি এক পদ’ সরিয়ে বর্তমান কমিটিকে বহাল রাখতেই পারে।

সুকান্ত জানিয়েছেন, “কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে ২৫টি জেলার সভাপতি নির্বাচন করা হয়ে গিয়েছে। যার অর্থ এখন রাজ্য সভাপতি নির্বাচন করা যেতে পারে। তবে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আসেনি। নির্দেশ এলেই মনোনয়ন পর্ব শুরু হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1901579187246494172?s=19
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ কলকাতায় একদিনের সফরে আসছেন অমিত শাহ। একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি। অতএব, বোঝাই যাচ্ছে যে ছাব্বিশের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করতেই শাহের এই সফর। পাশাপাশি এও স্পষ্ট যে, শাহের এই বৈঠকে রাজ্য বিজেপির সভাপতিও বিশেষ ভূমিকা নেবেন। রাজনৈতিক মহলের দাবি, রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপি বিধানসভা ভোট লড়বে, তাঁকে পাশে বসিয়ে সাংগঠনিক বিষয়গুলি চূড়ান্ত করবেন শাহ। তবে কী সে কারণেই আগেভাগে দিল্লিযাত্রা শুভেন্দুর! যদিও দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে তাঁর দেখা হবে কিনা, সে বিষয়টি খোলসা করেননি শুভেন্দু। কিন্তু তাতেও জল্পনা কাটছে না। দলীয় কোন্দল কাটিয়ে রাজ্য বিজেপির সভাপতির তাজ কার মাথায় বসবে তা-র দিকেই নজর রাজনৈতিক মহলের।