প্রতিবেদন : সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে, লাগামহীনভাবে ফি বাড়াচ্ছে বেসরকারি স্কুলগুলিতে।(private schools) যার ফলে রীতিমতো হিমশিম খান মধ্যবিত্ত অভিভাবকরা। সন্তানদের শিক্ষালাভে যাতে বিন্দুমাত্র ত্রুটি না ঘটে, তার জন্য পকেটের উপর চাপ সামলেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তাঁরা। এবার এই বেলাগাম ফি বৃদ্ধি রুখতে নয়া পরিকল্পনার পথে হাঁটল রাজ্য সরকারে। শীঘ্রই বিধানসভায় আনা হতে পারে একটি বিল।
Read More: ‘মা’ ক্যান্টিন প্রকল্পে আরও বিপুল অর্থ বরাদ্দ করল মমতা সরকার
মঙ্গলবার বিধানসভায় একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ থেকে শুরু করে নানা অভিযোগ আসছে সরকারের কাছেও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা ভেবেছেন। আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের(private schools) ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনতে চলেছে, তা জানিয়েছেন তিনি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ব্রাত্যর এই বক্তব্যকে সমর্থন জানান। স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে তৈরি হবে একটি কমিশন। তার মাধ্যমে উচ্চহারে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899522136718643592
প্রসঙ্গত, বিগত ২০২৩ সালে অনুমোদনক্রমে ‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ তৈরির তোড়জোড় করেছিল রাজ্য মন্ত্রিসভা। এই কমিশনে ১১ সদস্যের থাকার কথা। এঁরা হলেন স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত দু’জন শিক্ষাবিদ। এছাড়া সিবিএসই এবং আইসিএসই বোর্ডের প্রতিনিধিদেরও থাকার কথা এই কমিশনে। তবে গত ২ বছরে সেই কাজ এগোয়নি। তাই এবার ফের মধ্যবিত্তের উপর ফি বৃদ্ধির বোঝা কমাতে কমিশন গঠনের পদক্ষেপ নিল রাজ্য।