কলকাতা: সাইবার প্রতারণা(Cybercrime) দিনে দিনে বেড়েই চলেছে। এবার সাইবার অপরাধ রুখতে তৎপরতা বাড়াল কলকাতা পুলিশ। এবার পুলিশ সাইবার অপরাধ বিভাগকে থানা-সহ ছ’ভাগে ভাগ করে দিয়েছে। প্রতিটি বিভাগের দায়িত্বে থাকছেন এক-দু’জন করে ইনস্পেক্টর। বর্তমানে সাইবার বিভাগের দায়িত্বে আছেন উপ-নগরপাল (সাইবার)। ওই শাখা খোলার পরেই সাইবার জালিয়াতি রুখতে যুগ্ম নগরপাল (সাইবার) পদও তৈরি করতে চাইছে লালবাজার। জানা গিয়েছে ইতিমধ্যেই সে নিয়ে পাঠানো হয়েছে প্রস্তাব।
Read More: দোলে যেন বাইরে পা না রাখেন মুসলিমরা! বিজেপি বিধায়কের মন্তব্যে সাম্প্রদায়িক উসকানি
লালবাজার সূত্রের খবর, সাইবার বিভাগের(Cybercrime) ওই নতুন শাখার বিজ্ঞপ্তি জারি করার সঙ্গেই শুক্রবার সেখানে পুলিশকর্মী এবং অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি মাসেই কলকাতা পুলিশের সাইবার বিভাগের সদ্য গঠিত সব শাখা পুরোদমে কাজ শুরু করবে।
নগরপাল মনোজ বর্মা জানিয়েছেন, ‘‘কলকাতা পুলিশে যুগ্ম নগরপাল (সাইবার) ও যুগ্ম নগরপাল (লিগাল) হিসাবে দু’টি নতুন পদ তৈরি করা হচ্ছে। আশা করছি, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ হয়ে যাবে।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1899168260849045956?s=19
উল্লেখ্য, রাজ্য পুলিশ সাইবার অপরাধ(Cybercrime) ঠেকাতে ও কিনারা করতে পৃথক সাইবার ক্রাইম উইং (সিসিডব্লিউ) খুলেছে। যার মাথায় রয়েছেন এক জন এডিজি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ছোট ছোট শাখা করা হয়েছে সাইবার বিভাগে। এডিজি (সাইবার)-র মতো যার মাথায় থাকবেন যুগ্ম নগরপাল (সাইবার)।