কলকাতা: উত্তাল বিধানসভা!(Assembly) অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণ করে বিপাকে বিজেপি বিধায়করা। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদ চরমে ওঠে। পরিস্থিতি এওমন জায়গায় যায় যে অবশেষে মার্শাল দিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওঁকে বের করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করা হয়েছে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। অধিবেশ্ন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বাকি পদ্ম বিধায়করা।
Read More: ‘সুপ্রিম’ আসনে বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচী – শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধে বাজেট অনুমোদনের উপরে নিজের বক্তব্য রাখছিলেন হিরণ। সেই সময় হিরণ কিছু মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, এসব বলে আপনার কোনও লাভ হবে না। পাল্টা হিরণ বলেন, কিসে লাভ হবে, আর কিসে হবে না তার মধ্যে আপনি কেন আসছেন! তা নিয়ে ক্রমাগত স্পিকারের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকেন হিরণ। প্রতিবাদে স্লোগান দিতে থাকে মনোজ ওরাওঁ, শঙ্কর ঘোষের মতো বিজেপি বিধায়কেরা। স্পিকার থামতে বললেও থামেনি স্লোগান। চূড়ান্ত অভব্য আচারণের কারণে স্পিকার মার্শাল ডেকে বের করে দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওঁকে। এরপরে সমস্ত বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899068721123213821?s=19
তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের অভিযোগ, স্পিকারের চেয়ারকে অপমান করা হয়েছে। এই মর্মে নোটিশও দেন তিনি। তিনি জানান, বিধানসভার(Assembly) রুল ৩৪৮ অনুযায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মনকে ৩০ দিন বা এই অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হোক। ধ্বনি ভোটে সেই নোটিশ পাশ হলে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।