কলকাতা: গরমের ছুটির আগেই শুরু হয়ে গিয়েছে হোটেল বুকিং। ভ্রমণপিপাসু বাঙালির জন্য টানা ছুটির সম৬য় এই আসন্ন গ্রীষ্মকালই। তবে জালিয়াতির ছকে যেন না পড়তে হয় এই হোটেল বুকিং করতে গিয়ে! তা নিয়েই এবার সতর্ক করছে কলকাতা পুলিশ।(Kolkata Police) গোয়েন্দা পুলিশের মতে, হোটেল বুকিং করতে গিয়েই সাইবার জালিয়াতদের কবলে পড়তে পারেন কলকাতা-সহ রাজ্যের বাসিন্দারা। অনলাইনে বুক করে টাকা যাতে খোয়াতে হয় সে কারণেই এখন থেকেই সতর্ক করছে পুলিশ।
Read More: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদ কাশ্মীর’ স্লোগান, জড়াচ্ছে অতি বাম সংগঠনের নাম
পুলিশের সূত্র জানিয়েছে, গরমের ছুটি পড়তেই কেউ ছুটবেন কালিম্পং, দার্জিলিং, ডুয়ার্স। আবার কেউ বা গরমের তোয়াক্কা না করে যাবেন পুরী বা অন্যু কোনও সমুদ্র সৈকতে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যমবাসীর পছন্দ অনলাইনে বুকিং। রেল বা বাসের টিকিট অথবা হোটেলের বুকিং, বাড়িতে বসে অনলাইনেই সারতে চান বহু মানুষ। আর সেখানেই ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা। অনেকেই হোটেল বুকিং করার সময় সার্চ ইঞ্জিনে হোটেলের ঠিকানা খোঁজেন। কোনও হোটেলের সন্ধান পেলে তার ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করেন অনেকেই। সেক্ষেত্রেও অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা।
অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে কোনও নম্বরে ফোন করলে হোটেলের কর্মী পরিচয় দিয়ে আগাম বুকিং-এর টাকা চেয়ে বসে তারা। অনেকেই এই জালিয়াতির ফাঁদে পড়ে টাকা দিয়েও দেন। আবার জালিয়াতরা কিউআর কোডও পাঠায়। তা স্ক্যােন করলেই বুকিং হয়ে যাবে বলা হয়। কিন্তু স্ক্যানন করামাত্রই গ্রাহকের ব্যাঠঙ্ক অ্যােকাউন্ট থেকে টাকা উধাও করতে শুরু করে সাইবার প্রতারকরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899063388036325723
তাই এবার হোটেল বুকিং শুরুর আগেই পুলিশের(Kolkata Police) পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে সোশাইল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, কোনও হোটেল বুক করতে গেলে সার্চ ইঞ্জিনের সাহায্য্ না নিতে। কারণ, নামী হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে টাকা হাতানো হচ্ছে। তাই সরাসরি হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটের খোঁজ করতে। এরপর জানার চেষ্টা করতে হবে, ওই ওয়েবসাইট আসল কিনা। ওয়েবসাইটে রিভিউ দেখতে হবে। যাঁরা বেড়াতে গিয়ে হোটেলে ছিলেন, তাঁদের মন্তব্যলগুলি দেখতে হবে। হোটেল চাইলেও বেশি পরিমাণ টাকা আগাম না দেওয়া উচিত। ওই বিশেষ হোটেলের নম্বর সংগ্রহ করে ফোন করে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনও সন্দেহ হয়, তখন ১৯৩০ নম্বরে ডায়াল করলে ব্যনবস্থা নেওয়া হবে। এই মর্মে একাধিক সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে।