পাটনা: নীতিশ কুমারের(nitish kumar) দলবদল নিয়ে বারবার চর্চা তুঙ্গে উঠেছে। যদিও নবমবার মুখ্যমন্ত্রী পদাসীন হতেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই। ‘যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম’। এই মন্তব্যের পরেই নীতিশের পদক্ষেপ নিয়ে এখনও আস্থা নেই রাজনৈতিক মহলের। ফের আরেকবার ‘গিরগিটি’ তকমা দিয়ে নীতিশের রঙ বদলানোর সম্ভাবনার জল্পনা উঠে আসছে শিরোনামে।
Read More: ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে বৈঠক তৃণমূলের, ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক অভিষেকের
ভোটের আগেই ফের নীতিশ কুমারের(nitish kumar) দলবদলের জল্পনা শোনা যাচ্ছে। বিহারের রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, আরজেডি তাঁকে প্রস্তাব দিয়েছে, বিজেপির সঙ্গ ছেড়ে বিরোধী শিবিরে শামিল হতে। যদিও তার সত্যতা যাচাই করেনি এখন খবর। তবে অন্দরের গুঞ্জনকে খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রাজনীতিবিদরা যাই বলুক না কেন এহেন দাবি মানতে নারাজ তেজস্বী যাদব।
২০২৫ সালেই বিহারে বিধানসভা নির্বাচন। তবে তার আগেই রাজনৈতিক দলগুলি নিজেদের ঘাঁটি শক্ত করতে ময়দানে নেমেছে। এর মাঝেই নীতিশকে(nitish kumar) নিয়ে এই জল্পনা মাথাচারা দিয়ে উঠেছে। সেই জল্পনার শুরুটা হয় লালুপ্রসাদ যাদবের এক মন্তব্যে। মাস কয়েক আগে লালু মন্তব্য করেন, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দরজা নীতীশের জন্য সব সময় খোলা রয়েছে। শোনা যায়, নীতীশের সেই মন্তব্যের পর ভিতর ভিতরে আরজেডি এবং জেডিইউ নেতাদের কথাবার্তা হয়েছে। এমনকী আরজেডির তরফে নীতীশকে ফের বিরোধী শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899027358386168041
তবে এহেন দাবিকে সম্পূর্ণ্রূপে উড়িয়ে দিয়েছেন তেজস্বী যাদব। তিনি বলেন, ‘আমরা কেন নীতীশ কুমারকে(nitish kumar) জোটে ডাকতে যাব? আমাদের তরফ থেকে কোনওরকম প্রস্তাব দেওয়া হয়নি’। তবে তেজস্বীর মন্তব্য জোরালো হলেও নীতিশের ওপর দলবদলের সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক তথা ওয়াকিবহাল মহল।