প্রতিবেদন : ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যেই নির্বাচনের কমিশনের(election commission) উপর চাপ বাড়িয়েছে তৃণমূল। নতি স্বীকার করে কমিশন জানিয়েছে, ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী ৩ মাসের মধ্যে সরানো হবে। সেই বিষয়েই এবার জাতীয় নির্বাচন কমিশনকে(election commission) স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। ১০ জন সাংসদ মঙ্গলবার দেখা করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে। কীভাবে তিনমাসের মধ্যে এই ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরানো হবে, সেই বিষয়ে প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছে সূত্র।
Read More: ‘টালির চালের ঘর’ থেকে ‘অগ্নিকন্যা’ মমতা – নারী দিবসের শুভেচ্ছা কুণালের
বাংলা বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকেও একই বিষয়ে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে বিজেপি। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব রয়েছেন সেই কমিটিতে।

মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাবেন ১০ জন তৃণমূল সাংসদ। স্মারকলিপিও দেওয়া হবে। শুধু তাই নয়, সোমবার থেকে দিল্লিতে ফের সংসদ অধিবেশন শুরু হচ্ছে। তার আগে ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে বিরোধীদের একজোট করতে চাইছে তৃণমূল। সংসদের ভিতরে ও বাইরে এই ইস্যুতে স্বর যে তীব্রতর হবে, দেওয়া হয়েছে সেই বার্তাও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1898351578836611129