Higher Secondary: প্রকাশকরা ইতিমধ্যেই তৃতীয় সেমিস্টারের পাঠ্যবই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে রিভিউয়ের জন্য দিয়ে ফেলেছেন। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ততার কারণে এখনও তা রিভিউ করা সম্ভব হয়নি। পরীক্ষা শেষ হলেই রিভিউ সম্পন্ন করে এই নতুন পাঠ্যবই সয়মতো দেওয়া হবে ছাত্রছাত্রীদের।
Read More: শীঘ্রই শুরু হবে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ – জানাল নবান্ন
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের জানিয়েছেন, ‘‘সময় মতো তৃতীয় সেমিস্টারের সব পাঠ্যবই বাজারে চলে আসবে। বেশ কিছু বইয়ের টেক্সট বুক নম্বর ইতিমধ্যেই হয়ে গিয়েছে।’’

উল্লেখ্য, সংসদের তরফ থেকে জানানো হয়েছে, কোনও পাঠ্যবই যখন কোনও বেসরকারি প্রকাশকের থেকে নেওয়া হয়, তখন তা একাধিক বার রিভিউ করতে হয়। এক জন প্রকাশক প্রথমে কোনও পাঠ্যবই জমা দেওয়ার পরে সেই বই যায় এক জন রিভিউয়ারের কাছে। বই পড়ে কোনও সংশোধন করার থাকলে তার উল্লেখ করেন তিনি। সংশোধন করে প্রকাশক ফের সংসদে জমা দেন। সেই বই আবার রিভিউয়ারের কাছে যায়। প্রয়োজন হলে আবার সংশোধন করার কথা বলা হয় প্রকাশককে। ফের সেই সংশোধন হয়ে গেলে প্রকাশককে বই সংসদে জমা দিতে হয়। রিভিউয়ার কমিটি সেই বই দেখে সন্তুষ্ট হলে টেক্সট বুক নম্বর (টিবি নম্বর) দিয়ে বইটিকে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1898288688964288846