Kolkata Metro: কলকাতা মেট্রোতে এবার পরিবর্তন হতে চলেছে টিকিট কাটার নিয়ম। বেশকিছু মেট্রোস্টেশনে থাকবে না আর টিকিট কাউন্টার। মেট্রো কর্তৃপক্ষ ‘নো কাউন্টার বুকিং’ সিস্টেম চালু করতে চলেছে। ফলে আগামীতে কীভাবে টিকিট কাটা যাবে! তা নিয়ে চিন্তায় নিত্যযাত্রীরা।
Read More: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ কবে! দিন ঘোষণা করল শিক্ষা সংসদ
যাত্রীদের সময় বাঁচাতে এহেন সিস্টেম চালুর কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। কাউন্টারভিত্তিক টিকিট কাটার পুরনো পদ্ধতিকে ধীরে ধীরে তুলে দিতে চায়। তবে এতে সময় বাঁচবে বলে মনে করা হলেও আমজনতার জন্য কতটা সহজ হবে ব্যবস্থা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা যাচ্ছে, পয়লা অগস্ট থেকে পার্পল লাইনের তারাতলা, শখেরবাজার এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশনগুলিতে এই ব্যবস্থা চালু হবে। এই স্টেশনগুলি ‘ই-স্টেশন’-এ রূপান্তরিত হবে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড এবং কাগজের কিউআর ভিত্তিক টিকিট কিনতে হবে। এই মেশিনগুলি থেকে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। যাত্রীরা অনলাইন পেমেন্ট বা ইউপিআই-এর মাধ্যমেও টাকা দিতে পারবেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1898278527902134498
আরও জানানো হয়েছে যে, মেট্রোস্টেশনে পর্যাপ্ত পরিমাণে মেশিন বসানো হয়েছে। সংশ্লিষ্ট তিনটি স্টেশনে নতুন ব্যবস্থা কেমন চলে, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে অন্যান্য স্টেশনেও এটি চালু করা হবে। তবে আগামীতে যাত্রীদের এই পরিষেবা কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ কারণ মেশিন ব্যবহারের ক্ষেত্রে দেখা গিয়েছে বহু মানুষ সাবলীল নন। সেক্ষেত্রে এই ব্যবস্থা কতটা উপযোগী তা সন্দেহজনক।