কলকাতা: বছর ৪৩-এর যুবকের ডানদিকের বগলের নীচ দিয়ে ফুসফুস ফুঁড়ে বেরিয়ে আসে গাছের ডাল! এই ভয়াবহ অবস্থায় প্রায় দু’ঘণ্টার অস্ত্রোপচারে সেটি বার করে এবং ফুসফুস মেরামত করে ওই যুবকের প্রাণ বাঁচাল এসএসকেএম। পেশায় কনস্টেবল খোকন বিশ্বাস নামের এই রোগীকে আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
হাসপাতাল সূত্রের খবর, ২৪ ফেব্রুয়ারি ভোরে শৌচাগারে যাওয়ার সময়ে তিনি কোনও ভাবে ঘরের বারান্দায় ডাঁই করে রাখা গাছের কাটা ডালপালার উপরে পড়ে যান। একটি গাছের ডাল ডান দিকের বগলের নীচ দিয়ে ঢুকে ফুসফুস ফুটো করে বেরিয়ে পিঠের কাছে আটকে যায়। এরপরেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা খোকন বিশ্বাস নিজে ডালটি টেনে বার করার চেষ্টা করলে সেটি ভেঙে গিয়ে কিছুটা বেরোয়। শরীরের ভিতরে থেকে যায় বাকি অংশ। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে।
Read More: ঘোষিত সেট-এর সূচি – বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন
পিজি-র শল্য বিভাগের শিক্ষক-চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের ইউনিটের অধীনে ভর্তি করা হয় খোকনকে। ওই ইউনিটের সহকারী শিক্ষক-চিকিৎসক রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, যুবককে পরীক্ষা করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘‘পরীক্ষায় দেখা যায়, গাছের ডালটি ডান দিকের ফুসফুস ফুঁড়ে বেরিয়ে শিরদাঁড়া ঘেঁষে পিঠের কাছে আটকেছে। ফলে, শিরদাঁড়ায় চাপ পড়লে বড় ঝুঁকি তৈরি হতে পারে বুঝে অত্যন্ত সতর্ক ভাবে অস্ত্রোপচার করতে হয়।’’ রুদ্রদীপের সঙ্গে অমিতকুমার দাস, লোপামুদ্রা বসু, শল্য বিভাগের অন্য চিকিৎসকেরা এবং অ্যানাস্থেশিয়ার বিভাগীয় প্রধান চিকিৎসক অর্পিতা লাহা-সহ তাঁর দল অস্ত্রোপচার (থোরাকোটমি) করে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897934745079890350
কড়া পর্যবেক্ষণের জন্য কয়েক দিন আইটিইউ-তে রাখা হয় খোকনকে। এর পরে তাঁকে শল্য বিভাগের সাধারণ শয্যায় নিয়ে আসা হয়। এখন নিজে উঠে বসা, খাওয়াদাওয়া— সবই করছেন ওই পুলিশকর্মী। কয়েকদিনের মধ্যেই তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। রোগীকে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচিয়ে সফলতা পেয়ে খুশি চিকিৎসকরা।