প্রতিবেদন : যে প্রকল্প নিয়ে বছরের পর বছর এত আত্মপ্রচারের রমরমা মোদী সরকারের, এবার সেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ নিয়ে ফাঁস হয়ে গেল কেন্দ্রের নির্লজ্জ মিথ্যাচার। মোট বরাদ্দ ৯৫২ কোটির অর্ধেকেরই হিসেব নেই। ৪৫৫ কোটি টাকা রাতারাতি উধাও!
বাংলায় বহুল জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী’। বিশ্বদরবারে বিশেষ স্বীকৃতিও অর্জন করেছে এই প্রকল্প। তাকে আগাগোড়া নকল করেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রকল্পেই এবার প্রকট হয়ে গেল গুরুতর আর্থিক অনিয়ম। তথ্যের অধিকার আইনে প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
Read More: ‘ভূতুড়ে’ ভোটার তাড়াতে ৫ নীতি, প্রত্যেক জেলায় কোর কমিটি তৈরি করল তৃণমূল
গত ১০ বছরে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ খাতে খরচ হয়েছে ৯৫২ কোটি ৪ লক্ষ টাকা। কিন্তু এর মধ্যে প্রায় ৪৫৫ কোটি টাকা কোথায় খরচ হল, তার কোনও হিসেব নেই। ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যগুলিকে প্রদেয় বরাদ্দের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতেই ধরা পড়ে গিয়েছে বড় গরমিল। কোথায় ‘উধাও’ হয়ে গেল ওই বিপুল টাকা? কোনও উত্তর নেই নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের কাছে।
জনৈক সমাজকর্মী অজয় বসু বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কোন রাজ্যে কত আর্থিক বরাদ্দ, তা তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছিলেন। সেই রিপোর্টে উঠে আসে, ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত মোট ৪৯৬.৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। তাহলে বাকি প্রায় ৪৫৫ কোটি টাকা কোথায় গেল? তবে কি এই বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে কেবলমাত্র প্রচারেই? উঠছে প্রশ্ন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897640700746895509
বিগত ২০২২ সালে সংসদে এক প্রশ্নের জবাবে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক জানিয়েছিল, ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত এই প্রকল্পে ৫৫৫ কোটি ২৭ লক্ষ বরাদ্দ হয়েছিল। তার মধ্যে ৩৫১ কোটি ৫৫ লক্ষই খরচ হয়েছে বিজ্ঞাপন ও প্রচারে। বাকি নামমাত্র টাকা প্রকল্পের কাজে ব্যয় হয়। এবার আরটিআইয়ের জবাবে আরও বিস্ফোরক তথ্য সামনে এল। সেখানে ৪৫৫ কোটি টাকার কোনও হিসেব নেই। যে ৪৯৬ কোটি টাকা রাজ্যগুলিকে বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে আবার খরচ হয়েছে ৩৭০ কোটি ৩৪ লক্ষ টাকা।বাকি সাড়ে ১২৬ কোটি টাকা এখনও পড়ে রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোষাগারে। অর্থাৎ সার্বিকভাবে যে মোদীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প সম্পূর্ণ বিফল, তা জলের মতোই পরিষ্কার।