কলকাতা : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। সেদিন বর্ণাঢ্য শোভাযাত্রা হবে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাতে চলেছেন হাজার-হাজার মহিলা।
Read More: কেন্দ্রীয় প্রকল্পে অগ্রণী বাংলা – পিছিয়ে খোদ বিজেপিশাসিত রাজ্যগুলিই
চন্দ্রিমা জানিয়েছেন, যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ছাড়াই আয়োজিত হবে মিছিল। নারীদিবস এবার ৫০ বছরে পড়ল। সেই উপলক্ষে এবারের থিম ‘নারী দিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। এই মিছিলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতিকে। থাকবেন বাউল-সহ লোকসংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধারা।
বাংলার কাছের মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এ রাজ্যে নারীরা সবসময়ই অগ্রণী। মহিলাদের সবসময় গুরুত্ব দিয়ে এসেছে তৃণমূল। তাঁদের প্রথম সারিতে এনেছে। তৃণমূলই একমাত্র দল, যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। এছাড়াও রাজ্য মন্ত্রিসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মহিলাদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897569839990120904
পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এ রাজ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বদরবারে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে ‘কন্যাশ্রী’। মমতার অবদানকে মাথায় রেখেই করা হয়েছে এবছরের থিমের পরিকল্পনা।