প্রতিবেদন : কেন্দ্রের নয়া বিদ্যুৎ বিলের কারণে বড় বিপাকের কবলে পড়তে পারে রাজ্য সরকারগুলি। ২০২২ সালে আনা এই বিদ্যুৎ বিল এখনও বিদ্যুৎ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিবেচনাধীন রয়েছে। অভিযোগ, এই নতুন বিল আইনে পরিণত হলে একদিকে রাজ্য সরকারগুলির বিদ্যুৎ সংক্রান্ত অধিকার খর্ব করবে, অন্যদিকে সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরাও।
মঙ্গলবার দিল্লিতে এই অভিযোগ তুলেই অবস্থান বিক্ষোভ করে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, মোদী সরকারের এই বিল বিদ্যুৎকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেবে। যার জেরে গ্রাহকদের উপর চাপবে আর্থিক বোঝা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বিদ্যুৎ আইন অনুযায়ী রাজ্য সরকারগুলির গ্রাহকদের বিদ্যুৎ বিলে সরাসরি ভর্তুকি দেওয়ার সুযোগ থাকে। কোটি কোটি গ্রাহক ভর্তুকি পান। নতুন বিদ্যুৎ বিলে রাজ্য সরকারগুলির ক্ষমতা খর্ব করা হবে। এতে গ্রাহকদের আর্থিক ক্ষতি হবে। কেন্দ্র যেভাবে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে, তার পরিষেবা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের আওতাভুক্ত বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিও আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে। কেন্দ্রের বিলে গ্রাহকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এমনই আশঙ্কা অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের।