বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হল তৃণমূল রাজ্য সম্মেলন। এদিনের মেগা কর্মীসভায় নিজের বক্তব্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে মোদী সরকার তথা বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ও পদ্মশিবিরকে একযোগে তোপ দাগলেন তিনি। আর জি করে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার তদন্ত এখনও শেষ করতে না পারায় সিবিআইকে তুলোধোনা করলেন নেত্রী।
পাশাপাশি, ভোট আসলেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যেভাবে ব্যবহার করা হয় সেই অভিযোগ তুলে এদিনের কর্মীসভায় তাঁর দাবি, “ভোট এলেই কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, তা ওরা (বিজেপি) ঠিক করে।” এরপরই আর জি করে মামলার কথা তুলে তাঁর মন্তব্য, “লজ্জা করে না! আর জি কর মামলার এখনও সমাধান করতে পারেননি।”

আর জি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। তার আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অর্নিবাণ দাস। তবে ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই। কিন্তু এই ঘটনায় অন্য অনেকে যুক্ত আছে বলে অভিযোগ উঠলেও কাউকে গ্রেফতার কর উঠতে পারেনি তারা।
গেরুয়াশিবিরকে একহাত নিয়ে মমতা আরও বলেন, “বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে। একাধিক এজেন্সি এসেছে। বিজেপির আয়ু ২-৪ বছরের বেশি নেই। বাংলাকে তাই ওদের টার্গেট। দিল্লিতে ওদের ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব।” পাশাপাশি অন্য রাজ্যের লোকের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকানোর চক্রান্ত করছে বিজেপি, এমন অভিযোগও করেছেন তৃণমূল সুপ্রিমো।