কলকাতা : ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বহুদিন ধরেই নিজেদের রাজনৈতিক স্বার্থে অন্যায়ভাবে ব্যবহার করে আসছে শাসকদল বিজেপি। স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডি-সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের বিপাকে ফেলেছে মোদী সরকার। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন থেকে ফের ইডি-সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন চার্জশিটে তাঁর নাম প্রসঙ্গ তুলে অভিষেক বললেন, “খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের অবস্থাও বিজেপির মতো। এই ভয় আমার ভালো লেগেছে।” সিবিআইয়ের দাবি, একটি অডিওয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে! তবে চার্জশিটে পার্থ-মানিকের পরিচয়ের উল্লেখ থাকলেও অভিষেকের নামের আগে কোনও পরিচয়ের উল্লেখ নেই।

অভিষেকের কথায়, “ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআইয়ের দিকে ঝুঁকেছে।” পরিকল্পনামাফিক কিছু খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেই দাবি তাঁর। সম্প্রতি অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছিলেন, “মামলার তদন্তকারী সংস্থা ইডি (মূল মামলা) আমার মক্কেলের (অভিষেক) বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল করেনি। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের কোনও উপাদানের উপস্থিতিও মেলেনি। তারপরও তৃতীয় অতিরিক্ত চার্জশিট আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়।”