কলকাতা : দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে ফের অগ্রণী স্থানে বাংলা। রাজ্যের মুকুটে যোগ হল আরও একটি সাফল্য-পালক। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্য হিসেবে স্বীকৃত হল বাংলা। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রক প্রতি বছর দেশের কোন রাজ্য কেমন কাজ করছে তার উপর একটি রিপোর্ট তৈরি করে। কাজের মূল্যায়নের নিরিখে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের দেওয়া রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন স্বীকৃতি পেল।
কেন্দ্রের রিপোর্টে বাংলাকে ‘হাই পারফর্মিং স্টেট’ বা উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তকমা দেওয়া হয়েছে। মোট ৬টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করেছে কেন্দ্র। ১০০ নম্বরের মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে বাংলা। এই মূল্যায়নই প্রমাণ করে বাংলার অগ্রগতি। অন্যদিকে প্রকাশ্যে এসেছে একের পর এক বিজেপিশাসিত রাজ্যগুলির করুণ দশা।

শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, এসসি-এসটি এবং নারী সংরক্ষণের নিয়ম মানা, নিয়মিত অডিট, টাকা খরচে স্বচ্ছতা ও উন্নয়নের নিরিখে মূল্যায়ন করা হয়েছে। পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে কতটা বেড়েছে সেটাও খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি, বাংলায় পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ করা হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। এছাড়া জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা এবং পরিকাঠামো বিভাগেও বাংলা ৭০.৬৩ নম্বর পেয়ে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে