কলকাতা : শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। আর মাত্র দুদিন। তারপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। ২০২৬-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সোমবার তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে এই মেগা সভার আয়োজন নিয়ে আলোচনা করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, অলোক দাস, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ।
উক্ত সভার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘বিশেষ অধিবেশন’। ওই অধিবেশনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ছাব্বিশের ভোটবার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই অধিবেশনে আমন্ত্রণ জানানো হচ্ছে সাংসদ, বিধায়ক, পুর কাউন্সিলার, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের। এছাড়া তৃণমূলের জেলা সভাপতি, ‘মাদার’ সংগঠনের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি (মাদার, যুব, মহিলা, আইএনটিটিইউসি) এদেরও ডাকা হচ্ছে অধিবেশনে।
পাশাপাশি, নেতাজি ইন্ডোর থেকে আমন্ত্রিতদের কার্ড বিতরণ করা হবে। দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীরা সেখান থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। তৃণমূলের ১৫ হাজারের বেশি দলীয় সদস্য উপস্থিত হবেন নেতাজি ইন্ডোরে। তৃণমূলের সর্বস্তরের কর্মীদের নজর থাকবে, অধিবেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিশেষ বার্তা দেন। দলের নেতাদের মতে, ভোটার তালিকার বিষয়টি সবিস্তারে তুলে ধরবেন নেত্রী। ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে যেসমস্ত অভিযোগ সামনে আসছে, সেই বিষয়ে নেত্রী নির্দেশ দেবেন। সংগঠনকে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করারই বার্তা দেবে নেতাজি ইন্ডোরের সভা, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা।