কলকাতা: শহরাঞ্চলে ডাকবিভাগে আস্থা নেই সাধারণ মানুষের। সার্টিফিকেট ইস্যুতে ও সেখান থেকে রাজস্ব আদায়ে ব্যর্থ শহর কলকাতা। কলকাতা রিজিয়নে জানুয়ারি পর্যন্ত মোট দশ লক্ষ ৮২ হাজার সার্টিফিকেট ইস্যুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু এর অর্ধেকও পূরণ হয়নি। তা সাকুল্যে চার লক্ষ ১৫ হাজার ৭৫৬। এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এল।
পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক থেকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার মাত্র ৩৮.৪২ শতাংশ পূরণ করেছে। শহর কলকাতার জিপিও, মধ্য, পূর্ব, উত্তর ও দক্ষিণ ডিভিশনে সাফল্য তুলনামূলক কম বারাসত, বসিরহাট, বীরভূম, মুর্শিদাবাদ এমনকী, নদিয়ার দুই ডিভিশনের নিরিখেও। এর থেকেই স্পষ্ট, শহরাঞ্চলের মানুষ ডাক থেকে দূরে থাকছেন। জিপিও-তে আবার পুরনো অ্যাকাউন্ট তুলে নেওয়ার প্রবণতা বেশি।
কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কোনও খামতি রাখা যাবে না। প্রতি জোনে কত নতুন অ্যাকাউন্ট তৈরি হল তার নির্দিষ্ট তথ্য দ্রুত জানাতে হবে। টার্গেট বেঁধে দেওয়ার কাজটা করছে কেন্দ্র। গত অর্থ বছরে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভরতুকি দিতে হয়েছে। এবার সেই সংখ্যাটা বাড়তে পারে।
কেন্দ্র সরকারি হিসেব, গত অর্থ বছরে ১২ হাজার কোটি টাকা আয় হয়েছিল, ব্যয় হয় প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এর মধ্যেই অ্যাকাউন্ট সংখ্যা বাড়ানোর চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন ডাকঘরে। পোস্ট মাস্টারদের থেকে সেই চাপ স্বাভাবিকভাবেই নিচের তলায় ছড়িয়ে যাচ্ছে। শহরের গ্রামীণ ডাক সেবকদের কাছে সমস্যার চাপটা বেশি।