কলকাতা : ২০২৬ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। মেগা সভায় কারা যাবেন, তা নিয়ে এবার একটি সার্কুলার পাঠাল তৃণমূল নেতৃত্ব।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই সার্কুলার পাঠিয়েছেন। সোমবার সাতাশের সভা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক হয় তৃণমূল ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলীয় সার্কুলারে বলা হয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ দলীয় সাংগঠনিক অধিবেশন ডেকেছেন বেলা ১১টায়।
সার্কুলার অনুযায়ী, সভায় থাকবেন : ১. সাংসদ ও বিধায়করা। ২. রাজ্য পদাধিকারী। ৩. জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানরা এবং জেলার শাখা সংগঠন সভাপতি (যুব, মহিলা, আইএনটিটিইউসি)। ৪. জেলা পরিষদের সদস্যরা। ৫. কর্পোরেশন এবং পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং কাউন্সিলররা। ৬. ব্লক সভাপতি (মাদার, যুব, মহিলা, আইএনটিটিইউসি)। ৭. অঞ্চল সভাপতি (মাদার)। ৮. পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। ৯. পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি। ১০. শাখা সংগঠনগুলির রাজ্য সভাপতি।
পাশাপাশি, সার্কুলারে বলা হয়েছে, জেলা সভাপতিরা যেন নিজেদের জেলার ডেলিগেট লিস্ট তৈরি করে (নাম, পদ এবং ফোন নম্বর-সহ (রাজ্য সহ-সভাপতি) ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৯৮৩১০৯৫২২৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়ে দেন।