কলকাতা : সাতসকালে ফের ভূমিকম্প অনুভূত হল শহরে। মঙ্গলবার কলকাতার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের কিছু অংশেও। সকাল ৬টা ১০ নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিমি গভীরে। অনেকটা গভীরে এই কম্পন অনুভূত হওয়ায় সেভাবে প্রভাব পড়েনি কলকাতায়।
এদিন সকাল ৬টা নাগাদ ভূমিকম্প হওয়ায় বেশিরভাগ মানুষই ঘুমের মধ্যে ছিলেন। ফলে অনেকেই কিছু টের পাননি। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতিরও খবর আসেনি কোনও।