কলকাতা : গত বছরের ডিসেম্বরে ওড়িশা থেকে পথ ভুল করে বাংলায় ঢুকে পড়েছিল বাঘিনী ‘জিনাত’। তারপর রাজ্য বন দফতরের উদ্যোগেই সুস্থ অবস্থায় জিনাতকে ফিরিয়ে দেওয়া হয় ওড়িশায়। প্রাণীটির শরীরে একবিন্দু আঘাত লাগেনি। উদ্ধারপর্বে সাধারণ মানুষেরও কোনও ক্ষতি হয়নি। যে পথ রাজ্য সরকার অবলম্বন করেছে, তা দেশের কাছে একটি মডেল হয়ে উঠেছে। রাজ্য বনদফতরের আধিকারিক থেকে কর্মীদের ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে এবার প্রত্যেককে প্রশংসাসূচক অভিনন্দন বার্তা পাঠালেন তিনি।
শুক্রবার অরণ্য ভবনে দফতরের তিন কর্তার হাতে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া প্রশংসাসূচক চিঠিটি তুলে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। চিঠিতে মমতা উল্লেখ করেছেন, “বনদফতরের টিম ওয়ার্কের ফলে সুস্থভাবে জিনাতকে উদ্ধার করা গিয়েছে। এই অসামান্য কাজের জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।” মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ৯০ জনকে মুখ্যমন্ত্রী অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। জেলায় একটি অনুষ্ঠান করে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বনদফতরের আধিকারিক ও কর্মীদের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা।

প্রসঙ্গত, সিমলিপালের জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধের জঙ্গল — দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বাঘিনী জিনাতকে বাগে আনতে রাতের ঘুম উড়েছিল বনদফতরের কর্মীদের। গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা ও সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। গ্রামের বিভিন্ন জায়গায় জাল দেওয়ার ব্যবস্থা থেকে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে দিনরাত সজাগ থাকতে হয়েছিল বনদফতরের কর্মী ও পুলিশ প্রশাসনকে। তারপরই মিলেছিল সাফল্য।