শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বালি রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশেষ দিনের এই অনুষ্ঠানমঞ্চ থেকে মোদী সরকারের হিন্দি-আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। মনে করিয়ে দিলেন, ভারতের কোনও রাষ্ট্রভাষা নেই। ফ্যাসিস্টদের সুকৌশলী চক্রান্তে নির্দিষ্ট একটি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালানোর অপচেষ্টা চলছে। ভাষার বিরুদ্ধে আগ্রাসন চলছে।
ঋতব্রতর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি আদায় করেছেন। ভাষার উপর আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়ার দিন মাতৃভাষা দিবস। যে ভাষায় আমরা কথা বলি শুধু সেটাই নয়, যে ভাষায় আমরা চিন্তা করি সেটাই আমাদের মাতৃভাষা। ভাষার আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। শপথ নিতে হবে। ইংরেজি মাধ্যমে পড়া মানে নিজের মাতৃভাষাকে ভুলে যাওয়া নয়। মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রসারের জন্য দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েছেন। সেই কারণেই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা।”

পাশাপাশি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন সাংসদ। সাফ জানান, “দেশের বিদেশনীতি কার্যত ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে তিস্তার জল নিয়ে কেন্দ্র বাংলাদেশের সঙ্গে কথা বলছে। বারবার বলার পরও এই রাজ্যের নাম বাংলা করছে না। এটাও আধিপত্যবাদের প্রকাশ!” এদিন উদ্যোক্তাদের তরফে বালির বিভিন্ন ক্ষেত্রের ৯ জন কৃতী বাঙালিকে সংবর্ধনা দেওয়া হয়। সমিতির চেয়ারম্যান কৈলাস মিশ্র জানান, মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে পাশে ছিলেন এলাকাবাসীরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানে ছিলেন হাওড়া জেলা সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস ও অন্যান্যরা।