আরও একবার প্রকাশ্যে এল রেলের অব্যবস্থার দুর্বিষহ চিত্র। শুক্রবার হাওড়ার বেলমুড়িতে লাইনে ধরা পড়ল বড়সড় ফাটল। অল্পের জন্য রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয় হাওড়া-বর্ধমান লাইনে। জানা গিয়েছে, গেটম্যানই লাইনের ফাটল লক্ষ্য করেন। তাঁর তৎপরতাতেই দুর্ঘটনা এড়ায় বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
এদিন দুপুরে হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের অদূরে আপ লাইনে এই ফাটল দেখতে পান ৪০ নম্বর গেটের কর্তব্যরত গেটম্যান। সেই সময় ওই লাইন দিয়ে যাওয়ার কথা গুয়াহাটিগামী ওই এক্সপ্রেসটির। গেটম্যান দৌড়ে গিয়ে লাল ঝাণ্ডা এনে তা লাইনে পুঁতে দেন। এরপরেই ঘটনাস্থলে এসে পড়ে ট্রেনটি। চালক বিপদ বুঝে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এদিকে এসে পড়ে বর্ধমানগামী লোকাল ট্রেন। সেগুলিও পরপর দাঁড়িয়ে যায়।

এরপর তড়িঘড়ি খবর যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের কাছে। তারা এসে লাইন ওয়েলডিং করা শুরু করে।
বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। প্রশ্ন তুলেছেন যাত্রীরাও।