হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটে তাদের ফল খারাপ হওয়ার পরে ‘ইন্ডিয়া’ মঞ্চের মধ্যে কংগ্রেসকে গুরুত্বহীন দেখানোর প্রচেষ্টা তুঙ্গে উঠেছে৷ এদিকে তৃণমূল সহ বেশ কিছু বিরোধী আঞ্চলিক দল ‘ইন্ডিয়া’ মঞ্চের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে নিয়ে এসেছে। এই আবহেই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, আপাতত গোয়ায় জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া হবে। কেরল এবং গোয়ায় আলাদা করে লড়াইয়ের পরিকল্পনা করছে তৃণমূল।
২০২৭-এ গোয়ার বিধানসভা ভোটেও বিজেপি, কংগ্রেস এবং আপের বিরুদ্ধে তৃণমূল লড়াই করার পরিকল্পনা নিচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি ২২ এবং ২৩ ফেব্রুয়ারি কেরলের কোঝিকোড়ে দলীয় কর্মীদের সঙ্গে একটি সমাবেশ করবেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নিলাম্বুরের নির্দল বিধায়ক পিভি আনবর। ২৩ তারিখ কেরলের মানজেরিতে ‘লিডারশিপ কনক্লেভের’ আয়োজন করেছে তৃণমূলের কেরল শাখা।

দল সূত্রে খবর, তাঁদের মূল উদ্দেশ্য দু’দিনের দলীয় সমাবেশে যোগ দেওয়া। এক সময় কেরলের জোট-সরকারের অংশ আনবরের সঙ্গে গত সেপ্টেম্বরে সম্পর্ক ছিন্ন করে এলডিএফ। তিনি তৃণমূল যোগ দেওয়ায় তাঁর সঙ্গে দলের কর্মী-সমর্থকরাও তৃণমূলে এসেছেন। ফলে কেরল নির্বাচনে নিজের কেন্দ্রে বামেদের যথেষ্ট ভোট কাটবেন তিনি।