স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই স্বাস্থ্য-পরিসরের অগ্রগতিতে একাধিক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু হাসপাতালের মানোন্নয়ন করা হয়েছে। এবার নিউটাউনে ১১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস হল মুখ্যমন্ত্রীর হাত ধরে।
সদ্যই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের সময় নারায়ণা গ্রুপ ১ হাজার ১০০ শয্যার এই হাসপাতাল তৈরি করবে বলেই জানিয়েছিল। সেদিনই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, শিলান্যাসের অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকবেন। তার মাত্র ১৩-১৪ দিনের মধ্যেই বৃহস্পতিবার নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে হাসপাতালে শিলান্যাস হল।

মমতা জানান, এই হাসপাতালে ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। দুটি দফায় হাসপাতালের শিলান্যাস হবে। প্রথম দফায় ৫০০ এবং দ্বিতীয় দফায় ৬০০ শয্যা হবে। ক্যানসারের চিকিৎসা যেমন হবে তেমনই আবার হাসপাতালে হার্ট অপারেশনের বন্দোবস্ত থাকবে। অঙ্গ প্রতিস্থাপনের বন্দোবস্তও থাকবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এর পাশাপাশি রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের পরিসংখ্যানও তুলে ধরেন মমতা। “রাজ্যে ১৪টি নতুন মেডিক্যাল কলেজ হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিট আগে জেলায় থাকত না। এসএনসিইউ আগে ৬টি ছিল। আমরা ৭১টি করেছি। ১৩ হাজার ৩৯২ স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। ১১৭টি ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে বিপ্লব এনেছি। বিনামূল্যে চিকিৎসা দিই। ওষুধের ব্যবস্থা করি। আমাদের স্বাস্থ্যসাথী ৯ কোটি মানুষ পান। পরিবারের মহিলা সদস্যের নামে দেওয়া হয় স্বাস্থ্যসাথী। আমরা গর্বিত”, জানান তিনি।