দেশীয় রাজনীতির আঙিনায় বিজেপির প্রতিহিংসাপরায়ণতার ছবি নতুন নয় একেবারেই। ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীশাসিত একাধিক রাজ্যের বিপুল অঙ্কের বরাদ্দ টাকা বকেয়া রেখে দিয়েছে তারা। বাংলার প্রাপ্য ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা এখনও আটকে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল শিবির৷ বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একইরকমভাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ খুললেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন৷
তাঁর কথায়, জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের কথা বলে আদতে কেন্দ্রীয় সরকার জোর করে তামিলনাড়ুতে হিন্দি প্রচলন করতে চাইছে৷ রাজ্য সরকার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করার কারণেই আটকে রাখা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান খাতে তামিলনাড়ুর প্রাপ্য বরাদ্দ।
মোদী সরকারের উদ্দেশ্যে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রীর তোপ, “তোমাদের বাবার টাকা নয়, নিজেদের প্রাপ্য টাকাই চাইছি৷” এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, তামিলনাড়ু সরকার কোনও ভিক্ষা চাইছে না৷ প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন উদয়নিধি।