চূড়ান্ত অব্যবস্থার জন্য একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি তো রয়েছেই। এর পাশাপাশি নারী নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের ক্ষেত্রেও যে উত্তরপ্রদেশের যোগী সরকার আপাদমস্তক অপদার্থ, মহাকুম্ভের আবহে তা হাতেকলমে প্রমাণ হয়ে গেল আরও একবার। কুম্ভে মহিলাদের পুণ্যস্নানের ভিডিও তুলে সমাজমাধ্যমে চড়া দামে বিক্রি করা খবর প্রকাশ্যে এসেছে! পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দু’টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়। দু’টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে বিতর্কের ঝড় বইছে দেশজুড়ে।
পুলিশের খাতায় গত ১৭ ফেব্রুয়ারি প্রথম অভিযোগ জমা পড়ে। দেখা যায়, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হচ্ছে। বুধবার ফের একটি অভিযোগ জমা পড়ে। টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি হচ্ছে, তা চোখে আসে পুলিশের। সেই অভিযোগের ভিত্তিতে দু’টি অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে। কুম্ভকে কেন্দ্র করে সমাজমাধ্যমে আপত্তিজনক বিষয় এড়ানোর দায়িত্বে রয়েছেন ডিজি। এই ধরনের ঘটনা রুখতে মেটার সাহায্য চাওয়া হয়েছে ইতিমধ্যেই।
আচমকাই দেখা যায়, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিও আপলোড করা হয়েছে। কোতওয়ালি কুম্ভমেলা থানায় অভিযোগ দায়ের করা হয় এরপরেই। পুলিশের তরফে খবর, কোন অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভিডিও এবং ছবি আপলোড করা হয়েছে, তা চিহ্নিত করতে মেটার সাহায্য নেওয়া হচ্ছে। তবে এমন ঘটনায় আঙুল উঠেছে যোগী-প্রশাসনের দিকেই। তবে কী ধর্মের নামে রমরমিয়ে চলছে মহিলাদের নিয়ে ব্যবসা? এত বড় মেলার আয়োজন করার আগে এই ধরণের সুরক্ষায় ন্যূনতম ব্যবস্থা ও পরিকল্পনা গ্রহণ কেন করেনি যোগী প্রশাসন? প্রশ্ন উঠছে এমনই।