পরীক্ষার ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবার এমনই জানালেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বীরভূম পরিদর্শন করেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, “৯০ দিনের আগেই ফলাফল প্রকাশ করা হবে। সারা রাজ্যেই মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে হচ্ছে।”
এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার সময় বীরভূম পরিদর্শন করলেন ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। বোলপুরের বাইরে সিউড়ি সহ প্রত্যন্ত বেশ কিছু স্কুল ঘুরে দেখে সন্তুষ্ট তিনি।
রামানুজবাবু জানিয়েছেন, স্কুল ও প্রশাসনের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। অ্যাডমিট বিতর্কে তিনি বলেন, কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যে সার্বিকভাবে মাত্র নয় হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। বাকি ৩৭ হাজার সফলভাবে পরীক্ষায় বসেছে।