বুধবার থেকেই শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। দুবাইয়ে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই সুখবর পেলেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিল। আইসিসির ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছেন শুভমন। তিন ম্যাচে ২৫৯ রান করেছেন। হয়েছেন সিরিজ সেরাও। সেই পারফরম্যান্সেরই সুফল পেলেন শুভমন। পয়েন্ট বেড়েছে তাঁর।
বুধবার প্রকাশিত হয়েছে এক দিনের ক্রিকেটে আইসিসির ব্যাটারদের তালিকা। পয়লা নম্বরে রয়েছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৬। এত দিন শীর্ষে ছিলেন পাকিস্তানের বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩। বাবরকে টপকে গিয়েছেন শুভমন। ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। রোহিতের রেটিং পয়েন্ট ৭৬১। পুরনো ক্রমতালিকায় চার নম্বরে ছিলেন বিরাট। চার থেকে ছ’নম্বরে নেমেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭।
পাশাপাশি, প্রথম দশ ব্যাটারের মধ্যে রয়েছেন শ্রেয়স আয়ারও। নবম স্থানে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের তিন ম্যাচেই ভাল রান করেছেন তিনি। ফলে উন্নতি হয়েছে তাঁর। শ্রেয়সের রেটিং পয়েন্ট ৬৭৯। ব্যাটিং ক্রমতালিকায় প্রথম দশের বাকি ক্রিকেটারেরা হলেন, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (চার), নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল (পাঁচ), আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর (সাত), শ্রীলঙ্কার চরিথ আসালঙ্ক (আট) ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (দশ)।