ফের লজ্জায় মুখ পুড়ল বঙ্গ বিজেপির। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিশেষ ভাবে সক্ষম এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের পর থেকে ফেরার ছিল অভিযুক্ত। মঙ্গলবার ভোর রাতে ডেবরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয়। ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে কোর্ট।
সূত্র জানিয়েছে, নির্যাতিতার বয়স আনুমানিক তিরিশ। জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম ও দরিদ্র পরিবারের সদস্যা। তরুণীর বাবা মারা গিয়েছেন, কষ্ট করেই দিনমজুরি করে সংসার চালান মা। পরিবারটি বিজেপি সমর্থক। অভিযুক্ত বিজেপি কর্মীর ওই বাড়িতে দীর্ঘদিন ধরে আসা-যাওয়া ছিল। স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে সেই বিজেপি কর্মীর বাড়িতে।
গত ২৮ জানুয়ারি নির্যাতিতার মা কাজে বেরিয়ে যাওয়ার পরে দুপুরে মেয়েটির বাড়িতে যায় অভিযুক্ত। ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে সে। এখানেই শেষ নয়, ঘটনার কথা কাউকে জানালে তরুণীকে মেরে ফেলার হুমকি দেন সে। তবে মা বাড়ি ফিরলে, মা-কে সবকিছু জানান সেই তরুণী। এরপরেই নির্যাতিতার মা স্থানীয় বিজেপি নেতাদের বিষয়টি জানালে তাকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। অবশেষে ১৭ ফেব্রুয়ারি অভিযুক্তের বিরুদ্ধে সবং থানায় নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত ডেবরার শ্বশুরবাড়িতে পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার ভোররাতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।