রেলের চূড়ান্ত গাফিলতির জেরে গত ১৫ ফেব্রুয়ারি রাতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন যাত্রী। ইতিমধ্যেই তা নিয়ে বিতর্কের ঝড় বইছে দেশজুড়ে। পদপিষ্টের ঘটনার নেপথ্যে কোন কারণ, তা জানিয়ে এবার প্রাথমিক রিপোর্ট জমা দিল আরপিএফ। রিপোর্টটি তৈরি করেছেন আরপিএফের ইনস্পেক্টর পদমর্যাদার এক অফিসার। তা প্রকাশ্যে আসতেই ফের দানা বেঁধেছে বিতর্ক।
উক্ত রিপোর্টে বলা হয়েছে, মাত্র দুঘণ্টা সময়ের মধ্যে চারটি ট্রেন ছিল নয়াদিল্লি স্টেশনে। এর উপর ভুল ঘোষণা হয়। এর ফলে ভয়ঙ্কর ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপর কাউন্টার থেকে জেনারেলের টিকিট দেওয়া বন্ধ করতে বলেন নয়াদিল্লি স্টেশনের এক আরপিএফ আধিকারিক।
ততক্ষণে যদিও বিপদের ইঙ্গিত দিতে শুরু করেছে সেই ভিড়। এরপরেই হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। তবে এই রিপোর্টে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, অত বড় দুর্ঘটনার পরে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে সাহায্যের জন্য কোনও ফোন করা হয়নি, কোনও উদ্ধারকারী দলও আসেনি! অনেক পরে হাজির হয়েছিল তারা। কেন এমন দায়িত্বজ্ঞানহীনতা? প্রশ্ন তুলেছে একাধিক মহল।