সম্প্রতিই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে রাজ্যের পর্যটন ক্ষেত্রে এসেছে মোট ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। পাশাপাশি, চলতি বছরেই রাজ্য মাছ উৎপাদনে দেশের এক নম্বর জায়গায় পৌঁছে যাবে বলে এদিন জানান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এদিন ইন্দ্রনীল সেন বলেন, জেলাশাসকদের সুপারিশমতো জেলাভিত্তিক পর্যটনের উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী আর্থিক বছরের জন্য ইতিমধ্যেই এরকম ৭০টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে ৩৮টি উত্তরবঙ্গের এবং ৩২টি দক্ষিণবঙ্গের। এই জন্য ৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন কোনও পর্যটন কেন্দ্র তৈরির জন্য বিধায়কদের প্রস্তাব থাকলে তা জেলাশাসক মারফত পর্যটন দফতরের কাছে পাঠাতে হবে বলে জানান পর্যটনমন্ত্রী।
বর্তমানে সামগ্রিকভাবে মাছের উৎপাদনের নিরিখে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। রাজ্যের মৎস্যের চাহিদার থেকেও উৎপাদন বেশি। সরকারি ভাবে বাইরে থেকে কোনও মাছ আমদানি করতে হয় না বলে জানান মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মন্ত্রী বলেন, মৎস্য চারা উৎপাদনে রাজ্য গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এদিকে, মানুষকে সুলভে দোরগোড়ায় মাছ পৌঁছে দিতে সুফল বাংলা স্টলে মাছ বিক্রির কাজও শুরু হয়েছে। ৩৫টি জায়গায় সুফল বাংলা মৎস্য স্টল খোলা হবে। বিভিন্ন জায়গায় এরকম ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। মৎস্য দফতর জানিয়েছে, প্রথম পর্যায়ে ৩৫টি সুফল বাংলা মৎস্য বিপণী তৈরি করতে বরাদ্দ হয়েছে ২.৫৩ কোটি টাকা। ৩৫টি স্টলের মধ্যে দক্ষিণ কলকাতায় ৫টি, উত্তর কলকাতায় ৩টি, সল্টলেকে ১টি ও নিউ টাউনে ৩টি স্টল খুলতে চলেছে রাজ্য।