নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতীয়দের বিতাড়নের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবির বারবার কেন্দ্রের পদক্ষেপ নিয়ে প্রতিবাদের সুর তুলেছে। সমস্ত জল্পন যখন তুঙ্গে সেই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই সুর মিলিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। ভারতীয়দের এহেন দুর্দশাতেও মোদী ‘মানবিকতা’ দেখাতে রাজি নন। অনুপ্রবেশকারী ইস্যুতে মার্কিনমুলুককে সমর্থন জানান নরেন্দ্র মোদী। এমতাবস্থায় ভারতীয়দের আরও করুণ পরিস্থিতির ছবি সামনে এল ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে।
শুধুমাত্র পায়ে শিকল বা হাতে বেড়ি নয়! এমনকী ধর্মাচরণ থেকেও বঞ্চিত ভারতীয়রা। আমেরিকা থেকে বিতাড়িত হয়ে রবিবার রাতে যাঁরা অমৃতসর বিমানবন্দরে নেমেছেন, তাঁদের মধ্যে অধিকাংশ শিখ। অথচ তাঁদের মাথায় নেই পাগড়ি! এই দৃশ্য দেখা গিয়েছে একটি ভাইরাল হওয়া ভিডিওতে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর। এই দৃশ্য সামনে আসতেই সমালোচনা তুঙ্গে উঠেছে।
ভাইরাল এই ভিডিও সামনে আসতেই ক্ষুব্ধ হয়েছে শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন শিরোমনি গুরুদ্বার পারবন্ধক কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়ালের কথায়, “ভারতীয়দের এভাবে শিকলবন্দি করে আনাটা অত্যন্ত আক্ষেপের। এমনকি শিখ সম্প্রদায়ের যাঁরা ছিলেন, তাঁদের পাগড়ি পরতে দেওয়া হয়নি। পাগড়ি আমাদের ধর্মের অঙ্গ।” বিষয়টি তাঁরা ট্রাম্প প্রশাসনের নজরে আনবেন বলে জানান গুরচরণ সিং গ্রেওয়াল।
আবার শিরোমনি অকালি দলের তরফে বিক্রম সিং মাজিথিয়া এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। বিদেশমন্ত্রকের কাছে তিনি আবেদন জানিয়েছেন, দ্রুত বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে, যাতে পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।