অযোধ্যা: অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় সরযূ নদীতে ‘জলসমাধি’ দিয়ে সমাহিত করা হয়েছে। আজকের দিনে এভাবে জলসমাধি দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকী জলদূষণ নিয়েও উঠছে একাধিক তত্ত্ব। একটি ভাইরাল হওয়া ভিডিও থেকেই এই চর্চা আরও বৃহৎ আকার নিয়েছে।
বুধবার ব্রেন স্ট্রোকে ৮৫ বছর বয়সে তিনি মারা যান। দাসের মরদেহ তাঁর বাসভবন থেকে পালকিতে করে সরযূ নদীর তীরে নিয়ে যাওয়া হয়, সেখানেই তুলসীদাস ঘাট থেকে নিয়ে গিয়ে জলে সমাহিত করা হয় তাঁর দেহ। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, নৌকা করে এনে হাত-পা বাঁধা অবস্থায় দেহটিকে মাঝ নদীতে ফেলে দেওয়া হল।
নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র বলেন, এর ফলে জলের দূষণ ভয়ংকর হবে। কারণ, কোনও দেহ জলে ফেলে দিলে জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বাড়বে। ফলে জলের গুণগত মান কমতে থাকবে। এ ছাড়াও দেহটিতে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। যা জলের ক্ষতি করবে। জলদূষণের মাত্রা বাড়াবে। পাশপাশি এ দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। যোগী রাজ্যের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত সকলে।