বড়সড় অস্বস্তিতে পড়ল বঙ্গ গেরুয়া শিবির। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিলকুল উধাও বিজেপির এক নেতা! টাকা ফেরতের দাবিতে সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রামে বুধবার বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। অভিযুক্ত বিজেপি নেতার নাম ভবতোষ দাস। তিনি দুলদুলি হাই স্কুলের শিক্ষক। গত লোকসভা নির্বাচনের সময় বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন ভবতোষ। তার বাড়ি সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা গ্রামে।
ভবতোষের বিরুদ্ধে অভিযোগ, অতিরিক্ত সুদের প্রলোভন দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তিনি। সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। আমানতের মেয়াদ শেষ হওয়ার পর গ্রামের মহিলারা তাঁর কাছে টাকা চাইতে যান। বিভিন্ন অজুহাতে তাঁদের তিনি ফিরিয়ে দিচ্ছিলেন। টাকা ফেরতের জন্য তিনি দিনের পর দিন সময় দিতে থাকেন। গ্রামের প্রতারিত মহিলারা একজোট হন। অভিযোগ, ভবতোষ তখন মহিলাদের পুলিশের ভয় দেখাতে থাকেন। গত সপ্তাহ থেকে ভবতোষ ও তাঁর স্ত্রী বেপাত্তা হয়ে গিয়েছেন। বাড়িতে ঝুলছে তালা। বুধবার গ্রামের মহিলারা প্ল্যাকার্ড নিয়ে ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনার তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিক, এমনই দাবি তাঁদের।
