এবার সমাজমাধ্যমে তথ্য বিকৃতির অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তথ্য-বদলে মেটাকে নোটিশ পাঠালেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু। বুধবার নোটিশটি পাঠানো হয়েছে। আর তার জেরেই সম্ভবত বৃহস্পতিবার অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজে আবার আগের তথ্য ফিরল। ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর পরিচয় লেখা – সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু দিন দুই আগে নজরে পড়ে, ‘বায়ো’তে লেখা শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক। অথচ দলের নাম বিলকুল উধাও! এ নিয়ে দলের অন্দরে চর্চাও হয়েছিল বিস্তর। ডায়মন্ড হারবারের সাংসদ কি নিজেই ওই তথ্য বদল করলেনর নাকি তা পুরোপুরি সাইবার-বিভ্রাট? উঠেছিল প্রশ্ন।
এরপর বিষয়টি অভিষেকের নজরে পড়তেই আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটলেন তিনি। আইনজীবী মারফত ফেসবুকের মূল সংস্থা মেটাকে নোটিশ পাঠালেন। তাতে অভিযোগ, কেউ বা কারা অবাঞ্ছিতভাবে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করেছে। সাংসদের সোশ্যাল মিডিয়ায় আড়ি পাতা হচ্ছে বলেও অভিযোগ। ফেসবুকের বিরুদ্ধেই অভিযোগ, সংস্থার তরফে অভিষেকের অফিশিয়াল পেজটি সম্পাদনা করার অনুমতি দেওয়া হয়েছে অবাঞ্ছিত কাউকে। যুক্তি সহকারে এসব অভিযোগ জানিয়ে মেটাকে নোটিশ পাঠান সাংসদের আইনজীবী সঞ্জয় বসু। যদিও বুধবার মেটাকে নোটিশ পাঠানোর পর বৃহস্পতিবার দেখা গেল, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর ‘বায়ো’তে ফিরেছে আগের তথ্য। রয়েছে দলের নামও।
