আবাস যোজনা প্রকল্পে বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনা ও অবহেলা অব্যাহত রইলেও রাজ্যবাসীর মুশকিল আসান হয়ে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে সরকারি প্রকল্পে বাড়ি পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। এমতাবস্থায় বাংলার গৃহহীনদের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতে অর্থ বরাদ্দ করেছে রাজ্যই। বুধবার রাজ্য বাজেটে নতুন করে ১৬ লক্ষ মানুষকে ‘বাংলার বাড়ি’ তুলে দেওয়ার পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির টাকা পাওয়া শুরু করেছেন বাংলার দরিদ্র মানুষ। প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হয়। ডিসেম্বরের প্রথম কিস্তির পরে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়ার রাজ্যের পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার নতুন করে ১৬ লক্ষ বাংলার বাড়ির ঘোষণা করল রাজ্য সরকারের। এই খাতে বরাদ্দ করা হল ৯৬০০ কোটি টাকা।প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারের জন্য প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়। এজন্য রাজ্যের ব্যয় হয় মোট ১৪৭৭৩ কোটি টাকা। সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ওই টাকা। পরবর্তী ধাপের ১৬ লক্ষ পরিবারের জন্য অর্থ বরাদ্দ হবে একই পদ্ধতিতে।
