বুধবার পেশ হল রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশামতোই সরকারি কর্মীদের জন্য মিলল বিরাট সুখবর। ৪ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা। এমনই ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১ এপ্রিল, ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর করা হল। রাজ্য বাজেট ঘোষণার আগে থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে ডিএ বাড়তে পারে রাজ্য সরকারের। বিধানসভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। এদিন বিকেল চারটেয় বাজেট পেশ করা শুরু করতেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন৷ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সেখানে থেকে ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হল। এবার থেকে ১৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা।
এদিন বাজেট পেশের সময় চন্দ্রিমা বলেন, “রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য। আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল। আপনারা জানেন যে বিগত বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশের মাত্র ৩৫ শতাংশ ডিএ দিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত ডিএ দিয়েছিলাম। এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ১২৫ শতাংশ ডিএ বেসিক পে-র সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হয়। এই নতুন বেসিক পে-র উপর আমরা এখনও পর্যন্ত ১৪ শতাংশ ডিএ দিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মূল্য বৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করতে সরকার ডিএ-র হার আরও ৪ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকরী হবে ১লা এপ্রিল, ২০২৫ থেকে।”
